এটিএম বুথে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, ৬ বিদেশি আটক

|

ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করার সময়ের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। গেলো শুক্রবার অভিনব কায়দায় বাড্ডা এলাকার একটি বুথ থেকে জালিয়াতি করে টাকা উত্তোলন করে একটি চক্র।

সেদিন দুটি এটিএম মেশিনে দুই বিদেশি নাগরিক বিভিন্ন কার্ড ব্যবহার করে একাধিকবার টাকা উত্তোলন করেন। অথচ এর কোন রেকর্ড ব্যাংকের সার্ভারে নেই। এমনকি কোন গ্রাহকের হিসাব থেকেও টাকা কমে যায়নি। পুরো এটিএম বুথের নিয়ন্ত্রণ নিয়ে নেন দুই বিদেশি। অভিনব প্রযুক্তি ব্যবহার করায়, ব্যাংকের সার্ভারে তথ্য যায়নি। পরে বুথের সিকিউরিটি সদস্যের সহায়তা তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্যে জালিয়াতি চক্রের আরও চারজনকে আটক করা হয়। আটককৃত সবাই ইউক্রেনের নাগরিক।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই অবস্থায় ব্যাংকটির এটিএম বুথ সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালু থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply