ঢামেকে ছাদের পলেস্তারা খসে পড়ে চিকিৎসক আহত

|

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী চিকিৎসক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০দিকে হাসপাতালের বহির্বিভাগে দায়িত্বকালীন অবস্থায় ওই চিকিৎসকের ওপর ছাদের এ পলেস্তারা পড়ে।

আহত চিকিৎসক হলেন – ঢামেকের বন্ধাত্ব বিভাগের আইএমও (ইন্টার্নাল মেডিকেল অফিসার) ডাক্তার মিতু (২৬)। এ দুর্ঘটনায় কোনো রোগী বা আর কোনো চিকিৎসক আহত হয়নি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আবুল বাশার গণমাধ্যমকে জানান, ঢামেকের ফার্টিলিটি সেন্টারে রোগী দেখার সময় চিকিৎসক মিতুর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে পাঠানো হয়।

আবুল বাশার আরও বলেন, এ ঘটনায় আর কেউ আহত হয়নি।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, আহত চিকিৎসক মিতুর মাথায় দুটো সেলাই পড়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। তবে তিনি এখন মোটামুটি সুস্থ রয়েছেন। দ্রুতই আবার কাজে যোগদান করতে পারবেন।

পলেস্তারা খসে আহত হওয়ার ঘটনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এটাই প্রথম নয়। এর আগেও এমন ঘটনায় রোগী ও তার স্বজনরা হয়েছেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে এক রোগীর স্ত্রী আহত হন। সে ঘটনায় আহত রোগীর মাথা ২৪টি সেলাই পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply