বাংলাদেশের শুভ কামনায় মাঞ্জেরেকার

|

দুর্দান্তভাবে বিশ্বকাপযাত্রা শুরু করেছে বাংলাদেশ। ২০১৯ আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।

রোববার (০২ জুন) ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ও বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। এতে প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেন মাশরাফি-সাকিবরা।

লাল-সবুজ জার্সিধারীদের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। টুইটবার্তায় তাদের শুভ কামনা জানিয়ে তিনি লেখেন, অভিনন্দন বাংলাদেশ। দলের সেরা চার ব্যাটার সক্ষমতা দেখিয়েছে। শীর্ষ চার ব্যাটসম্যান অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছে। তবে বাংলাদেশ মাঝেমধ্যে তাদের সেবা থেকে বঞ্চিত। অথচ এটাই তাদের করা উচিত। আশা করি, এটি ওদের নীতিতে পরিণত হবে।

বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই ভেন্যু ওভালে হবে দুদলের লড়াই। ম্যাচটি হবে দিবারাত্রির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply