বাল্য বিয়ের দায়ে বরকে ১ মাস ও কাজীকে ১ বছরের কারাদণ্ড

|

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ

বাল্যবিয়ে পড়ানোর অপরাধে মানিকগঞ্জে বর, কনে ও বরের বাবা এবং কাজীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের নেজারত টেপুটি কালেক্টর (এনডিসি) দেদারুল ইসলাম এই সাজা দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন,বর সেলিম হোসেন ও তার বাবা হোসেন আলী, কনের বাবা আতোয়ার রহমান এবং কাজী মো. সাইফুল্লাহ। এদের মধ্যে বরকে ১ মাস, হোসেন আলী ও আতোয়ারকে ৬ মাস এবং কাজী সাইফুল্লাহকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার দৌলতপুর উপজেলার এক কন্যা শিশুর (১২) সঙ্গে উপজেলার ঘড়িয়ালা গ্রামের সেলিম হোসেনের বিয়ের আয়োজন করা হয়। বর ও কনে- উভয়ের পরিবার এই বিয়ের আয়োজন করে। সোমবার সকালে মানিকগঞ্জ শহরে এক আইনজীবীর চেম্বারে ওই শিশুর প্রকৃত বয়স বাড়িয়ে কাজী সাইফুল্লাহ বাল্য বিয়ে পড়ান। এ সময় খবর পেয়ে পুলিশ কাজি, বর, কনেসহ উভয়ের অভিভাবকদের আটক করে। পরে বিকেলে তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক ওই চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কনেকে দাদির হেফাজতে দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বিকেলেই কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply