১৩ আরোহী নিয়ে নিখোঁজ ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ

|

১৩ জন আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিমানে ৮ জন ক্রু ও ৫ জন যাত্রী ছিলেন।

সোমবার (৩ জুন) আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে দুপুর ১২টা ২৫ মিনিটে উড্ডয়নের পর ১টার দিকে প্লেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এএন-৩২ বিমানটি আসামের জোরহাট থেকে বেলা ১২টা ২৫ মিনিটে ১৩ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। ওড়ার পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি। নিখোঁজ বিমানটির সঙ্গে সর্বশেষ দুপুর ১ টা নাগাদ একবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল।

বিমানটি অরুণাচল প্রদেশের মেচুকায় অবতরণের কথা ছিল।

নিখোঁজ হওয়া বিমানটি খুঁজতে এরই মধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী। বিমান নিখোঁজের পর এ নিয়ে টুইট বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিমান নিখোঁজের বিষয়ে বিমানবাহিনীর উপ-প্রধান এয়ার মার্শাল রাকেশ সিং বাহাদুরিয়ার সাথে এ নিয়ে কথা বলেছেন বলে জানান তিনি। নিখোঁজ বিমানটি খুঁজতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন বিমানবাহিনীর উপ-প্রধান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply