শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

|

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। সকালে বৈরী আবহাওয়ার কারণে ৩০ মিনিট নৌযান চলাচল বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরী ঘাটে যাত্রীবাহী গাড়ির চাপ বাড়তে শুরু করে, এছাড়া লঞ্চঘাট ও সিবোট ঘাট এলাকায় যাত্রীদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে যাত্রীরা পদ্মা পার হচ্ছেন। রাতে দুর্ঘটনা এড়াতে বেশিরভাগ যাত্রী ফেরিতে পার হয়েছেন।

বিআইডব্লিউটিসি’র উপ মহাব্যবস্থাপক (শিমুলিয়া ঘাট) মো. নাসির হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল থেকে ৩টি রো রো’সহ ১৮টি ফেরি চলাচল করছে। ঘাটে যাত্রীবাহী গাড়ির কিছুটা বেড়েছে ফেরিতে পণ্যবাহী ট্রাক পার করতে হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া লঞ্চঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, লঞ্চ ও সিবোট ঘাটে যাত্রীদের অত্যাধিক চাপ। সকাল থেকেই চাপ বাড়তে শুরু করেছে। ৮৭টি লঞ্চ ও ৫ শতাধিক সিবোট যাত্রীদের পারাপার করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply