শেষ দিনের ঈদযাত্রায় চরম ভোগান্তিতে উত্তরাঞ্চলগামী যাত্রীরা

|

শেষ দিনের ঈদযাত্রায় এসে, চরম ভোগান্তিতে পড়তে হলো উত্তরাঞ্চলগামী মানুষকে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে পড়তে হয়েছে যাত্রীদের।

প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এসময় টহলরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় সাময়িক বন্ধ থাকার পাশাপাশি যানবাহনের বাড়তি চাপের প্রভাব পড়ে মহাসড়কে। এর মধ্যে থেমে থেমে বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে। কাল ঈদ হবে ধরেই শেষ মুহূর্তে রাজধানী থেকে বাড়ির পথে রওনা হন লাখ লাখ মানুষ।

ঈদযাত্রার শেষ দিনেও শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি ট্রেন। সকাল থেকে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন দুই ঘন্টা কিংবা তারও বেশি দেরিতে ছেড়ে যাচ্ছে। প্রতিটি ট্রেনেই রয়েছে যাত্রীচাপ। তবে ঝুঁকি নিয়েই ছাদে উঠে বসছে ঘরমুখো মানুষ। সেখানেও ঠাঁই নেই অবস্থা। বৃষ্টিতে ভিজেই ঘরে ফিরছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply