নওগাঁয় নদীতে ডুবে রুয়েট শিক্ষার্থী নিখোঁজ

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁয় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে শাফি মাহমুদ রিফাত নামে রুয়েটের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে নিখোঁজ হয় সে। এরপর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল সন্ধানে নেমে শুক্রবার দুপুর পর্যন্ত তাকে খুঁজে পায়নি। নিখোঁজ শাফি মাহমুদ রিফাত নওগাঁ শহরের কোমাইগাড়ি পূর্ব পাড়ামহল্লার দরিদ্র সিরাজুল ইসলামের ছেলে । সে রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রুয়েট)-এর চুড়ান্ত বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, শাফি মাহমুদ রিফাত ঈদের আগের দিন রাজশাহী থেকে বাড়ি আসেঈদের পরদিন বৃহষ্পতিবার বেলা ১ টার দিকে তার আপন চাচাতো ভাই উল্লাসকে নিয়ে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। নদীতে গিয়ে মনে ইচ্ছা জাগে সাঁতার দিয়ে নদীর ওপার যাওয়ার। দুজনে সাঁতার দিতে শুরু করে। উল্লাস নদীর ওপার যেতে পারলেও রিফাত মাঝপথে আটকে যায়। উল্লাসকে ডেকে বলে সে আর যেতে পারছেনা। ক্রমেই সে পানিতে তলিয়ে যেতে থাকে। এই অবস্থ্ া দেখে ভাইকে বাঁচাতে উল্লাস নদীর পাড়ে কলাগাছ আনতে যায়। কলাগাছ এনে আর রিফাতকে দেখতে পায়নি। ততক্ষণে সে পানির নিচে তলিয়ে গেছে।

নওগাঁ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে রাজশাহী থেকে দু’জন ডুবুরী এসে উদ্ধার অভিযান শুরু করেন।

 বৃহষ্পতিবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম ধাপে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে না পেরে অভিযান স্থগিত করেন।শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরীরা।  শুক্রবার দুপুর ২ টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply