কার্ডিফের আকাশে সূর্যের হাসি

|

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বড় বাধা হতে পারে বৃষ্টি বলে আশংকা ছিল। তবে সব শংকা উড়িয়ে দিয়ে কার্ডিফে আকাশে হেসেছে সূর্য। দেখা মিলেছে আলোর। মাঠে রৌদ্র ঠিকরে পড়ছে।শনিবার বিকাল সাড়ে ৩টায় খেলা গড়ানোর কথা।

এদিন ভোর থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল সোফিয়া গার্ডেন্সের আকাশ। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মেঘ কেটে গিয়েছে। দেখা গিয়েছে সূর্যের মুখ। সবকিছু ঠিক থাকলে সঠিক সময়েই মাঠে গড়াবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি। এর আগে প্রকৃতি নিয়ে চিন্তায় ছিল দুই দল। গেল দুই দিন সেখানে অবিরাম বৃষ্টি হয়েছে।

স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিনও প্রবল বর্ষণ হতে পারে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। ম্যাচের গোটা সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনে সূর্যের আলো নাও দেখা যেতে পারে। তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোপরি ম্যাচ চলাকালীন কার্ডিফের আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে।

তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে গিয়েছে কার্ডিফের আকাশ। ফলে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এবারের বিশ্বকাপে বৃষ্টির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে দলগুলোতে। এর আগে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচে হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়।

সবশেষ শ্রীলংকা-পাকিস্তান ম্যাচটি বৃষ্টিতে ভেসেই গিয়েছে। প্রস্তুতি ম্যাচেও বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়তে হয় ক্রিকেটারদের। বৃষ্টির কারণে পাকিস্তান-বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply