আজ লড়াই জমবে: রোহিত

|

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত। লন্ডনের বিখ্যাত ভেন্যু দ্য কেনিংটন ওভালে বিকাল সাড়ে ৩টায় শুরু হচ্ছে দুদলের খেলা। এ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

বিশ্বকাপের আগে ভারতের মাটিতে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সিরিজ জেতে ভারত। দুদলের এ দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন ক্রিকেটাররাও।

স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত রোহিত। অস্ট্রেলিয়াকে নিজেদের ভালো প্রতিদ্বন্দ্বী মনে করেন তিনি। অজিদের বিপক্ষে মৌলিক ক্রিকেট খেলে সাফল্য অর্জন করতে চান হিটম্যান।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমরা তাদের ডেরায় ভালো ক্রিকেট খেলেছি। তারাও আমাদের দুর্গে ভালো ক্রিকেট খেলেছে। আমাদের শুধু মূল বিষয়ে ফোকাস রাখতে হবে। তার পর সবকিছু আপনা আপনিই ঠিক হয়ে যাবে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে রোহিতের গড় ৬০-এর ওপরে। বিশ্বকাপেও সেই ধারা বজায় রাখতে চান তিনি। তবে অতীতের রেকর্ড ভুলে এ ম্যাচে মনোযোগী হতে চান ভারতীয় ওপেনার।

তিনি বলেন, অতীত অতীতই, যা চলে গেছে এখন সেটি মূল্যহীন। এদিনে ভালো করাই মুখ্য, অন্যকিছু নয়। আমি পেছনের স্মৃতি মনে করি না। যদিও এটি আত্মবিশ্বাস জোগায়। তবে আমাকে আগামী নিয়ে ভাবতে হবে, ইতিহাস নিয়ে নয়। আত্মবিশ্বাস গেল পাঁচ-ছয় বছরে বড় ভূমিকা পালন করেছে।

রোহিত বলেন, জানি দলের জন্য আমি ভালো কিছু করতে পারব। আমি রেকর্ড বা মাইলফলক নিয়ে ভাবি না। এমনকি র‍্যাংকিং নিয়েও নয়। আমার লক্ষ্য ভালো খেলা। দলের জন্য অবদান রাখা।





Leave a reply