পশ্চিমবঙ্গে বিজেপি- তৃণমূল সংঘর্ষ: নিহত ৪

|

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যকার উত্তেজনা অবশেষে রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিলো। উত্তর চব্বিশ পরগণায় দুই দলের সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন।

শনিবার বিকালে জেলার সন্দেশখালী এলাকায় বিজেপির পতাকা সরানোকে সংঘর্ষের সূত্রপাত।

রাজ্য বিজেপির দাবি, নিহতদের তিন জনই তাদের কর্মী।

এ ঘটনায়, আরও পাঁচ সমর্থক নিখোঁজ বলে দাবি বিজেপির। নিহত অপরজন, তৃণমূলের সমর্থক।

সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল।

বিজেপি বলছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উসকানিতে দলের সমর্থকদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে, বিজেপির ব্যাপক সাফল্যের পর থেকেই উত্তেজনা চলছে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীনদের মধ্যে।

এদিকে, চব্বিশ পরগণায় সংঘর্ষের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply