এমপি লিটন হত্যার ঘটনায় করা অস্ত্র মামলার রায় আজ

|

গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলার রায় ঘোষণা হবে আজ।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক দিলীপ কুমার ভৌমিক রায় ঘোষণা করবেন। এরআগে, গত ৩০ মে মামলার সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক, শুনানীসহ সব কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রায়ের সময় অভিযুক্ত আসামি সাবেক এমপি কাদের খান আদালতে উপস্থিত থাকবেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লিটন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বর্তমানে আদালতে সেই মামলার স্বাক্ষগ্রহণ চলছে। আর হত্যায় ব্যবহৃত গুলিভর্তি পিস্তল উদ্ধারের ঘটনায় আরেকটি মামলা করে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply