‘তামিমের রানে ফেরা জরুরি’

|

জিততে হলে তামিম ইকবালের রানে ফেরা জরুরি। একথা সোনাজয়ী অ্যাথলেট মনিরুজ্জামানের। তার কথায়, ‘এই বিশ্বকাপে তামিমকে খুঁজেই পাচ্ছি না আমরা। এখন পর্যন্ত মারকুটে তামিমকে দেখতে পাইনি। জিততে হলে তামিমকে স্বরূপে ফিরতে হবে। তাহলে বড় স্কোর গড়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবে বাংলাদেশ।’ তিনি যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ এবং ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৯ রান এসেছে তামিমের ব্যাট থেকে, যা উনার সঙ্গে যায় না। তাই শ্রীলংকার বিপক্ষে জিততে হলে তামিমের ফর্মে ফেরা প্রয়োজন।’

আগের তিন ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের মান উঁচুতে। এতে কোনো সন্দেহ নেই। যার প্রমাণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পেয়েছি আমরা। কিছু ভুলে দুটি ম্যাচ হেরেছেন মাশরাফীরা। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে। আশার কথা, নিয়মিত রান পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুশফিকও চেষ্টা করছেন। তবে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ভালো স্কোর যেমন গড়া যায় না, তেমনি রান তাড়া করে জেতাও যায় না।’

বোলিং নিয়ে দেশসেরা এই বর্ষা নিক্ষেপকারী বলেন, ‘আরও ধারালো বোলিং প্রয়োজন। মাশরাফী, মোস্তাফিজুর ও সাইফুদ্দিনকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তাহলেই শ্রীলংকাকে কম রানে বেঁধে ফেলা যাবে।’ মোহাম্মদ মিঠুনের জায়গায় সাব্বিরকে খেলানো হলে বাংলাদেশ আরও ভালো করবে বলে মনে করেন মনিরুজ্জামান। তার মন্তব্য, ‘মিঠুন ভালো খেলতে পারছে না। আমার মনে হয়, মিঠুনের জায়গায় সাব্বিরকে একাদশে রাখা হলে আরও ভালো করবে বাংলাদেশ।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply