বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের তালা, বিক্ষোভ

|

কমিটি গঠনের নির্দেশনায় বয়স সীমা বাতিলের দাবিতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।

গত ৩ জুন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয় এবং নতুন কাউন্সিলের কথা জানানো হয়। এতে বলা হয় ৩৫ বছরের বেশি হলে কমিটিতে থাকতে পারবে না। এর বিরোধিতা করে ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মী সকাল থেকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে দলের কয়েকজন নেতার সঙ্গে তাদের বাক বিতন্ডাও হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে তালা মেরে দেন এবং বিক্ষোভ শুরু করেন।

ছাত্রদল নেতাদের দাবি, নতুন কমিটিতে যে বয়স সীমা নির্ধারন করা হয়েছে তেমনটি হলে অনেক ছাত্র নেতার রাজনীতি জীবন হুমকির মুখে পড়বে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply