তিন সপ্তাহ মাঠের বাইরে শেখর ধাওয়ান

|

এবারের বিশ্বকাপে শুরু থেকেই দারুন ছন্দে আছে ভারতীয় ক্রিকেট দল। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলকে দাপটের সাথে হারিয়েছে তারা। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে চলেছে ভারত। তবে দলের হঠাৎ ছন্দপতন হলো একটি দুঃসংবাদে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন সেই ম্যাচেই সেঞ্চুরি পাওয়া ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। সেই চোটেই আগামী তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে শেখর ধাওয়ানকে। স্বাভাবিক ভাবেই টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ সময় এই তারকা ক্রিকেটারের দলে না থাকা সমস্যায় ফেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দলকে।

আজ মঙ্গলবার (১১ জুন) ধাওয়ানের আঙুলে স্ক্যান করানো হয়। এরপরই ভারতীয় এই ওপেনার আগামী তিন সপ্তাহের জন্য খেলতে পারবেন না বলে ম্যানেজমেন্টকে জানান ভারতীয় দলের ফিজিও প্যাটট্রিক ফারহার্ট।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ধাওয়ানের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ঋষভ পান্ট। যদিও দেশটির বোর্ড বিসিসিআই থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। ফিট হয়ে ফিরলে বিশ্বকাপের শেষভাগে ধাওয়ানকে পেতে পারে দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply