মিয়ানমারের সেনাপ্রধান ও রোহিঙ্গাদের সাথে দেখা করবেন পোপ

|

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার দক্ষিণ এশিয়া সফরে মিয়ানমারের সেনাপ্রধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সাথে দেখা করবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শেষ মুহুর্তে পোপের সফরসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে ভ্যাটিকান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আজ বুধবার ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বুরকে সাংবাদিকদের জানান, পোপ ইয়াঙ্গুনে বিশপের বাসভবনে মিয়ানমার সেনা প্রধানের সাথে সাক্ষাত করবেন।

অন্যদিকে তিনি ঢাকাতে ১ ডিসেম্বর এক সভায় একদল রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথা বলবেন। পোপের সফরসূচিতে নতুন দুই কর্মসূচি শুরুতে ছিল না। প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply