ইতিহাস গড়ে সরাসরি অলিম্পিকে রোমান সানা

|

২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছেন আর্চার রোমান সানা। দ্বিতীয় বাংলাদেশি ক্রিড়াবিদ হিসেবে এই সুযোগ পেলেন তিনি।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত হয় তার।

কোয়ার্টার ফাইনালে রোমান স্বাগতিকদের ফন ডেন বার্গকে ৬-২ সেটে পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। প্রি কোয়ার্টার ফাইনালে জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিন এর বিপক্ষে। ব্যবধান ছিলো ৬-৪ সেট পয়েন্ট। এছাড়া তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিযোগীকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশের এই আর্চার।

তবে রিকার্ভ পুরুষ এককে মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরেছেন এই আর্চার। আগামী রোববার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন রোমান।

এর আগে সিদ্দিকুর রহমান রিও অলিম্পিকে প্রথমবারের মতো সরাসরি খেলার সুযোগ পান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply