চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজের মুখোমুখি সংঘর্ষ

|

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুইটি জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বন্দর চ্যানেল দিয়ে বন্ধ রয়েছে পণ্যবাহী জাহাজ চলাচল।

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে বন্দর কর্মকর্তারা জানান, কুয়েতের পতাকাবাহী বুরগান নামে একটি তেলবাহী জাহাজ পতেঙ্গা তেল ডিপো এলাকায় তেল খালাসের পর বহির্নোঙ্গরের দিকে ফিরছিল। একই সময়ে এক্সপ্রেস মহানন্দা নামে কনটেইনারবাহী জাহাজটি বন্দর চ্যানেলে প্রবেশের সময় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।

এদিকে সংঘর্ষের ঘটনার পর বন্দর চ্যানেলে পণ্যবাহী জাহাজ প্রবেশ বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজ দুটিকে সরিয়ে নিতে উদ্ধারকাজ শুরু করেছে দুটি উদ্ধারকারী জাহাজ।

তবে সংঘর্ষে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply