বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন নির্দেশনা নেই: সিপিডি

|

আগামী অর্থবছরের বাজেটে, ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন নির্দেশনা নেই। সকালে বাজেটোত্তর প্রতিক্রিয়ায়, এমন মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

সংস্থাটি বলছে, রেমিট্যান্স ও রফতানিতে নগদ প্রণোদনা না দিয়ে টাকার বিনিময় হার সংশোধন করা প্রয়োজন।

এদিকে, বেসরকারি খাতে বিনিয়োগ দুর্বলতা এখনও কাটিয়ে উঠা যায়নি। শিল্প খাতে উৎপাদন বাড়লেও, মাঝারী ও ছোট শিল্পের তেমন বিকাশ হচ্ছে না। সেবা খাত নির্ভরতা বাংলাদেশের অর্থনীতির জন্যে সুখকর নয়, বলছে সিপিডি।

সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, ব্যাংকিং খাতের ওপর নির্ভরতা বাড়াচ্ছে সরকার। এটা অর্থনীতির জন্যে ইতিবাচক হবে না। তার মতে, অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগীদের পক্ষে গেছে বাজেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply