বিদায় বারী সিদ্দিকী

|

জনপ্রিয় সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকী আর নেই। গতরাত ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুনী শিল্পী।

আমার গায়ে যত দুঃখ সয়, শুয়াচান পাখির মত অনেক জনপ্রিয় গান দিয়ে বাংলা সংগীতের ভান্ডারকে করেছেন সমৃদ্ধ। লোকগান ও আধ্যাত্মিক ধারার গানের জন্যই বেশি পরিচিত বারী সিদ্দিকী। ছোটকাল থেকেই সংগীতের সাথে ছিল তার যোগাযোগ। তালিম নিয়েছেন দেশী-বিদেশী অনেক ওস্তাদের কাছে।

বাঁশির প্রতি আগ্রহ থাকায় প্রশিক্ষন নিয়েছেন উচ্চাঙ্গ বংশীবাদনের। নব্বইয়ের দশকে ভারতের পুনে গিয়ে পণ্ডিত ভিজি কার্নাডের কাছেও তালিম নেন বারী সিদ্দিকী। দেশে ফিরে লোকগানের সঙ্গে ধ্রুপদী সংগীতের মিশেলে গান শুরু করেন। গানের পাশাপামি অভিনয় করেছেন নাটক- সিনেমায়।

বারী সিদ্দিকী হৃদরোগ ছাড়াও দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ১৭ নভেম্বর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে থেমে যায় তার হৃস্পন্দন। রাজধানীতে দু দফা জানাজা শেষে নেত্রকোনায় নিজ বাউল বাড়িতে চির নিদ্রায় শায়িত হবেন আধ্যাত্মিক ও লোকগানের এই প্রখ্যাত শিল্পী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply