সারাদেশে আজ আনন্দ শোভাযাত্রা

|

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব স্বীকৃতি দেয়ায় আজ সরকারী উদ্যোগে রাজধানীসহ সারাদেশে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। যা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। পরে সেখানে সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকাবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতেই এই শোভাযাত্রা ও সমাবেশ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাজধানীর পাশাপাশি দেশব্যাপি ইউনিয়ন থেকে জেলা শহর জুড়ে বর্ণিল আয়োজন থাকবে। বিদেশি মিশনগুলোতেও থাকবে বর্ণাঢ্য আয়োজন।

শফিউল আলম আরও বলেন, এটা বাংলাদেশের জন্য বড় অর্জন- যা কোনো রাজনৈতিক বিষয় নয়। দল মত নির্বিশেষে সবার অর্জন। এসময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply