যুক্তরাষ্ট্রের পণ্যে ২২ কোটি ডলারের শুল্ক আরোপ করলো ভারত

|

এবার যুক্তরাষ্ট্রের ওপর প্রায় ২২ কোটি ডলারের অতিরিক্ত শুল্ক আরোপ করলো ভারত। আপেল, বাদামসহ ২৮টি মার্কিন রফতানি পণ্যের ওপর আজ কার্যকর হচ্ছে নতুন এ শুল্ক। দিল্লির আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ওয়াশিংটনের শুল্ক আরোপের জবাবে নেয়া হয় এ পদক্ষেপ।

সরকারি সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কিছু কিছু পণ্য শুল্ক বৃদ্ধির হার ৭০ শতাংশ।

দিল্লি এক বছর আগে ১২০ শতাংশ শুল্ক বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করলেও, ওয়াশিংটনের সাথে বাণিজ্য আলোচনার স্বার্থে এতোদিন তা কার্যকর হয়নি।

এর মধ্যে চলতি মাসে ভারতকে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। ফলে ওয়াশিংটনের কাছ থেকে ৫৬০ কোটি ডলারের শুল্ক মুক্তির সুবিধা হারায় দিল্লি।

২০১৮ সালে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৪ হাজার কোটি ডলারের বেশি।

ওয়াশিংটনের বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যে ক্ষমতায় এসেই চীনসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply