উত্তরা ব্যাংকের অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস

|

উত্তরা ব্যাংকের অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আজ শুক্রবার বিকাল তিনটায় নির্ধারিত পরীক্ষা শুরুর বেশ আগে থেকেই ফাঁস হওয়া প্রশ্নের উত্তর সমৃদ্ধ কয়েকটি তালিকা পরীক্ষার্থীদের কাছে পাওয়া যাচ্ছিল। এ তালিকাগুলোর কপি যমুনা টিভির হাতে এসেছে।

সাদা কাগজে হাতে লেখা প্রশ্নের নম্বরের পাশাপাশি উত্তর লেখা আছে।

গত ২২ আগষ্ট প্রবেশনারি অফিসার ও সহকারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তরা ব্যাংক। এতে প্রায় ৫২ হাজার পরীক্ষার্থী আবেদন করেন।

এদিকে এ পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো ( কলাভবনের তিন তলায় অফিস) এর প্রধান অধ্যাপক ফরিদ উদ্দিন। তিনি বলেছেন এটা প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ শুক্রবার প্রিলিমিনারি (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ, দনিয়া কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা নেয়া হচ্ছে।

ফাঁস হওয়া প্রশ্ন ও উত্তরের লেখা তালিকা–


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply