ভেনিজুয়েলানদের ঠেকাতে অভিবাসন আইন পেরুর

|

TUMBES, PERU - AUGUST 14: A group of venezuelans walk along the Panamericana route towards Lima on August 14, 2018 in Tumbes, Peru. Most Venezuelans cross the border from Cucuta, Venezuela to Colombia, where permanence permits are hard to obtain, and travel across Colombia to reach Tumbes, Peru. According to Peruvian Superintendence of Migrations, over 353,000 Venezuelans moved to Peru and 53,000 obtained the temporal permanence permit. The UN Refugee Agency confirmed Peru received 126,997 asylum petitions last June, 58,727 more than the United States. (Photo by Manuel Medir/Getty Images)

ভেনিজুয়েলার নাগরিকদের প্রবেশ ঠেকাতে কঠোর অভিবাসন আইন করেছে পেরু। স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে চালু হতে যাওয়া এ আইন এড়াতে ইতিমধ্যে ভেনিজুয়েলার হাজার হাজার নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে পেরুতে প্রবেশের চেষ্টা করছেন।

বিবিসি বলছে, নতুন এ অভিবাসন আইন চালু হলে ভিসা-পাসপোর্ট ছাড়া ভেনিজুয়েলার কোন নাগরিক আর পেরুতে প্রবেশ করতে পারবেন না।

যদিও এতদিন জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেনিজুয়েলার নাগরিকরা পেরুতে প্রবেশ করতে পারতেন। কিন্তু নতুন এই আইন কার্যকরের ফলে দেশটির ভিসা-পাসপোর্ট পাওয়া এখন অত্যন্ত কঠিন হবে। আর সে কারণে আইন চালু হওয়ার আগে পেরুতে প্রবেশ করতে চাইছে ভেনিজুয়েলার অভিবাসন প্রত্যাশী বেশিরভাগ নাগরিক।

লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক এ দেশটিতে অর্থনৈতিক সমস্যার জের ধরে কয়েক মাস ধরে রাজনৈতিক সংকট চলছে। দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক সংকট চলছে। জীবনযাপন কঠিন হয়ে পড়ায় টানা কয়েক বছর ধরে পেরুসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন ভেনিজুয়েলার হাজার হাজার নাগরিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply