হংকং এখনও উত্তাল, ক্ষমা চাইলেন নেতা

|

আন্দোলনের অন্যতম নেতা যশুয়া ওংয়ের মুক্তির পরও উত্তাল হংকং। বিতর্কিত প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিল ও প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগের দাবিতে সকাল থেকে চলছে বিক্ষোভ।

মুক্তির পর আবারও আন্দোলনে যোগ দেন যশুয়া।

সকাল থেকেই ভিক্টোরিয়া স্কয়ারে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। বহিঃসমর্পন বিল বাতিলের পাশাপাশি প্রধান নির্বাহীর বিরুদ্ধে শ্লোগান দেন তারা। এক সপ্তাহের আন্দোলনে আটক সবার মুক্তিও দাবি করেন।

প্রধান নির্বাহীর বিল স্থগিতের ঘোষণার পর শনিবার বন্ধ ছিল বিক্ষোভ। তবে বিতর্কিত বিলটি বাতিল না করায় আবারও ক্ষোভে ফেটে পড়ে নাগরিকরা।

রোববারের কর্মসূচিতে যোগ দেন ৩০ লাখেরও বেশি আন্দোলনকারী।

এ পরিস্থিতিতেই এক বিবৃতিতে হংকং-এর জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ক্যারি লাম। বিবৃতিতে বলা হয়েছে, “লাম হংকংয়ের জনগণের কাছে এর জন্য ক্ষমা চেয়েছেন। সমাজে সমালোচনাকে সৎসাহস ও বিনয়ী মনোভাব নিয়ে গ্রহণ করে নেওয়া এবং আরো ভালভাবে জনগণের সেবা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।”

প্রধান নির্বাহী ক্যারি লামের দাবি, বিল নিয়ে সৃষ্ট বিতর্ক দূর করতে ব্যবস্থা নেবে প্রশাসন।

বিতর্কিত বিলটি পাস হলে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিচারের জন্য পাঠানো হবে চীন, তাইওয়ান ও ম্যাকাওয়ে। বিক্ষোভকারীদের দাবি, এমন আইন বিঘ্নিত করবে হংকং-এর স্বাধীনতা আন্দোলন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply