বাগেরহাট জেলা-যুগান্তর
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখারী ইউনিয়নের উত্তরসুতালড়ী গ্রামের এক বিধবাকে ধর্ষণের অভিযোগের মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষক শরীফ খানকে আটক করেছে।
অভিযোগে জানা গেছে, উত্তরসুতালড়ী গ্রামের ওই বিধবা ধর্ষকের আপন ফুফা শ্বাশুড়ি। রবিবার রাতে শরীফ খান (২৮) তাকে নিজ বাড়ীতে দাওয়াত করে নিয়ে যায় এবং রাত্র ১টার সময় শরীফখান ও তার বন্ধু রিয়াজুল ইসলাম (২৫) নিজ ঘরে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আাজিজুল ইসলাম জানান, ধর্ষক শরীফ খানকে রাতেই আটক ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে।
Leave a reply