তুরস্কের এজিয়ান সাগর থেকে ৩১ শরণার্থী উদ্ধার, নিহত ৮

|

তুরস্কের এজিয়ান সাগর তীরবর্তী উপকূল থেকে ৩১ অবৈধ শরণার্থীকে উদ্ধার করেছে তার্কিশ কোস্ট গার্ড। এসময় আরো অন্তত ৮ জন শরণার্থী নৌকাডুকিতে মৃত্যুবরণ করে।

শরণার্থীরা একটি নৌকাযোগে গ্রীক উপদ্বীপে যাচ্ছিল। শরণার্থী নৌকা থেকে সাহায্যের আবেদন আসার পর তার্কিশ কোস্ট গার্ডের একটি টিম দুইটি উদ্ধারকারী নৌকা একটি হেলিকপ্টার ও ডুবুরি দল নিয়ে তাদের উদ্ধারে নামে। এছাড়াও আর কাউকে জীবিত উদ্ধারের আশায় কোস্ট কার্ড তল্লাশি অব্যহত রেখেছে।

২০১১ সালের পর থেকেই শরণার্থীরা ইউরোপে পাড়ি জমানোর জন্য তুরস্ককে বেছে নেয়।

তুরস্কের হিসাব মতে প্রায় আড়াই লক্ষ শরণার্থী ২০১৮ সালে তুরস্কে পাড়ি দেয় ইউরোপের উদ্দেশ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply