শিক্ষানবীশ চিকিৎসকদের সাথে বৈঠকে মমতা

|

অবশেষে শিক্ষানবীশ চিকিৎসকদের সাথে বৈঠকে বসলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসকদের দাবি মেনে রাজ্য সরকারকারের সচিবালয়- নবান্নে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই সরাসরি সম্প্রচারে চলছে বৈঠক।

পশ্চিমবঙ্গের সাতটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪ জন প্রতিনিধি মুখোমুখি হয়েছেন মমতা। রাজনৈতিক প্রভাব খর্বসহ মুখ্যমন্ত্রীর কাছে ১২ দফা দাবি পেশ করে আন্দোলনকারীরা।

গণমাধ্যম জানিয়েছে, বৈঠকে জরুরি বিভাগে রোগী ও স্বজনসহ দু’জনের বেশি ঢুকতে না দেয়া, ডাক্তারদের নিরাপত্তার জন্য নানা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মমতা।

সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে চিকিৎসকদের আন্দোলনের ইস্যুটি। রয়েছে পিটিশন নিয়ে শুনানির কথাও।

এদিকে দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সাথেও বৈঠকে বসেন সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন। ডাক্তারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় কেন্দ্রও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply