বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে পাকিস্তানকে: শোয়েব আখতার

|

বিশাল সংগ্রহ তাড়া করে বাংলাদেশের সহজ জয়ে চমকে গেছে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ভক্তরাও। সাকিব বন্দনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলছেন- তাঁর দেশের উচিত বাংলাদেশ থেকে শিক্ষা নেয়া।

সাকিবপ্রেমী আইরিশ ক্রিকেটার নেইল ও’ব্রায়েন আরও একবার মশগুল উদযাপনে। মাঠে-মাঠের বাইরের এমন গর্জনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বইছে টাইগার বন্দনা। সেই তালিকায় আছেন সৌরভ গাঙ্গুলি -জেসন গিলেস্পিরা।

সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের চাঁচাছোলা মন্তব্য ইতিমধ্যে ঝড় তুলেছে। টুইটে তিনি বলেছেন পাকিস্তানের বাংলাদেশ থেকে শেখা উচিৎ কিভাবে ম্যাচ জিততে হয়, সে সম্পর্কে!

ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপরার টুইট। বাংলাদেশ তার সামর্থের প্রমাণ দিয়েছে। এই বিশ্বকাপে প্রথম দল হিসেবে ২৫০ এর বেশি রাত তাড়া করে জিতেছে।

শ্রীলঙ্কান রাসেল আরনল্ডের টুইটে সাকিব বন্দনা। রাসেল বলছেন সাকিব প্রমাণ করেছে, সে শুধু বিশ্বের এক নাম্বার অলরাউন্ডারই নয়, অন্যতম সেরা ব্যাটসম্যানও।

টাইগার বন্দনায় পিছিয়ে ছিলোনা বিদেশি গণমাধ্যগুলোও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply