আমে ফরমালিন পরীক্ষার বিষয়ে বিএসটিআই’র প্রতিবেদনে সন্তুষ্ট নন হাইকোর্ট

|

আমে ফরমালিন পরীক্ষার বিষয়ে বিএসটিআই’র প্রতিবেদনে সন্তুষ্ট নন হাইকোর্ট। এছাড়া খাবারে কাপড়ের রং এবং অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছেন আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে এক মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশও দেয়া হয়।

সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কামরুল কাদেরের বেঞ্চ বিএসটিআই-এর প্রতিবেদন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে আবারও প্রতিবেদন দাখিলের জন্য বিএসটিআই এবং পুলিশ ও র‍্যাব’কে নির্দেশ দেয়া হয়েছে। আদেশের তারিখ ২৩ জুন নির্ধারণ করেছেন আদালত। এসময় বিএসটিআই হাইকোর্টের আদেশ অনুসারে কাজ করছে না বলে মন্তব্য করে আদালত। আমে ফরমালিনের বিষয়ে আদালতে রিট করেছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। খাবারে যে হারে কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে তাতে মানুষের বাঁচার উপায় নেই বলেও মন্তব্য করেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply