রোহিঙ্গাদের ফেরাতে নিরাপদ পরিবেশ এখনো তৈরি হয়নি: ইউএনএইচসিআর

|

রোহিঙ্গাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ এখনো তৈরি হয়নি রাখাইনে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান অ্যাডওয়ার্ডস। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমারের সমঝোতা স্মারকে স্বাক্ষরের এক দিন পরই এ মন্তব্য তার। সেই সাথে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন বলে জানায় সংস্থাটির মুখপাত্র। দুই মাসের মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে বলে ঢাকা আশ্বস্ত করলেও কি প্রক্রিয়ায় রোহিঙ্গাদের ফেরানো হবে তা নিশ্চিত করেনি মিয়ানমার কর্তৃপক্ষ।

ইউএনএইচসিআর’র এর মুখপাত্র আদ্রিয়ান অ্যাডওয়ার্ডস বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া আন্তর্জাতিক মান অনুযায়ী হতে হবে। যারা ফিরতে চায় যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে ফিরিয়ে নিতে হবে তাদের। এ জন্য নিরাপদ পরিবেশ তৈরি বাঞ্ছনীয় কিন্তু রাখাইনে সে অবস্থা নেই। সহিংসতার কারণে এখনো রাজ্যটি থেকে পালাচ্ছে রোহিঙ্গারা। সংকট সমাধানে উন্নয়ন, রোহিঙ্গাদের নাগরিত্ব এবং আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন জরুরি।

এদিকে রাখাইনে সহিংসতার ৩ মাস পূর্ণ হলো আজ। সহিংসতা শুরুর পর রাজ্যটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখ ২০ হাজারের মতো রোহিঙ্গা। শরণার্থী বিষয়ক সংস্থার আশঙ্কা রাখাইনের পরিবেশ স্বাভাবিক হওয়ার আগেই রোহিঙ্গাদের ফেরত পাঠালে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply