টানা কর্মবিরতিতে অচলাবস্থায় ইসলামিক ফাউন্ডেশন

|

টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। ২৪ জন পরিচালকসহ কর্মকর্তা কর্মচারীরা মহাপরিচালকের পদত্যাগের দাবিত অনড়। ফাউন্ডেশনের সচিব জানিয়েছেন সংকট নিরসনে অবিলম্বে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শ্লোগান। টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি দিয়ে একদফা দাবি আদায়ে অনড় কর্মকর্তা কর্মচারীরা।

এরই মধ্যে সারাদেশ থেকে যোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির অনেক কর্মকর্তা। পদত্যাগ না করলে কাজে ফিরে যাবেননা বলে ঘোষণা দিয়েছেন তারা।

ফাউন্ডেশনের সচিব গণমাধ্যমের সাথে আলাপকালে জানান প্রতিষ্ঠানে যে অচলাবস্থার সৃষ্ঠি হয়েছে তা সরকারের হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয়। আর তই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহবান জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply