দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় শি জিনপিং

|

FILE - In this Jan. 8, 2019, file photo provided by the North Korean government, North Korean leader Kim Jong Un, left, and Chinese President Xi Jinping attend a welcome ceremony at the Great Hall of the People in Beijing. Xi said North Korea is taking the "right direction" by politically resolving issues on the Korean Peninsula in a rare op-ed published by a North Korean state newspaper Wednesday, June 19, 2019, a day before Xi visits Pyongyang to meet Kim. (Korean Central News Agency/Korea News Service via AP, File)

দু’দিনের সফরে আজ পিয়ংইয়ং’য়ে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৪ বছরের মধ্যে এটিই কোনো চীনা রাষ্ট্র প্রধানের প্রথম উত্তর কোরিয়া সফর।

দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন জিনপিং।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নানা ইস্যু নিয়ে কথা বলবেন দু’নেতা। জাপানে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাইডলাইন বৈঠকের এক সপ্তাহ আগে জিনপিংয়ের এ সফর। বিশ্লেষকরা বলছেন, কোরীয় সংকট নিরসনে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া আলোচনায় গতি ফেরাতে ট্রাম্প-কিম মধ্যস্থতার চেষ্টা করবেন চীনা প্রেসিডেন্ট। পরমাণু অস্ত্র কর্মসূচি আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল ইস্যুতে দ্বন্দ্বের জেরে থমকে আছে কোরিয়া শান্তি আলোচনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply