পায়রা তাপ‌বিদ্যুৎ কে‌ন্দ্রে চীনা শ্র‌মিক নিহ‌তের ঘটনায় হত্যা মামলা

|

পটুয়াখালী প্রতিনিধি:

পায়রা তাপ‌বিদ্যুৎ কে‌ন্দ্রে সংঘ‌র্ষে চীনা শ্র‌মিক নিহ‌তের ঘটনায় অজ্ঞাতনামা ৫/৬শ’ জ‌নের বিরু‌দ্ধে হত্যা মামলা দা‌য়ের ক‌রে‌ছেন চীনা প্রকল্প NEPC এর নিরাপত্তা প‌রিচালক “ওয়াং লিং পিও”। মঙ্গলবার রা‌তে পটুয়াখালীর কলাপাড়া থানায় মামলা‌টি দা‌য়ের করা হ‌লেও আজ দুপু‌রের পর মামলার বিষয়‌টি প্রকাশ পায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত মামলার বরাদ দি‌য়ে যমুনা‌ নিউজ‌কে জানান, বাদী তার অ‌ভি‌যো‌গে উল্লেখ ক‌রে‌ছেন যে গত ১৮ তা‌রিখ কাজ করার সময় দুর্ঘটনাবশত বাংলা‌দে‌শি শ্র‌মিক সা‌বিন্দ্র চন্দ্র দাস মারা যায়। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে বাংলা‌দেশি শ্র‌মিকরা উ‌ত্তে‌জিত পর্যা‌য়ে এক‌ত্রিত হয়ে চায়না শ্র‌মিক‌দের উপর আঘাত হানার চেষ্টা ক‌রে। প্রায় পাঁচ থে‌কে ছয়শত বাংলা‌দেশি শ্র‌মিক এ সময় এক‌ত্রিত অবস্থায় ছিল। এক পর্যা‌য়ে বাংলা‌দেশি শ্র‌মিকরা চীনা শ্র‌মিক‌দের উপর হামলা কর‌লে সেখা‌নে ২০ জন চীনা শ্র‌মিক গুরুতর আহত হয়। আহত‌দের ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে নেয়ার পর সেখা‌নে একজন চীনা শ্র‌মিক মারা যায়।

তি‌নি জানান, বিষয়‌টি আমরা তদন্ত কর‌ছি। তদন্ত সা‌পে‌ক্ষে পরব‌র্তী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে। অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার কলাপাড়া সা‌র্কেল জালাল আহ‌মেদ যমুনা‌ নিউজ‌কে জানান, যে‌হেতু অজ্ঞাত নামার পাশাপা‌শি আসামির সংখ্যা অ‌নেক বে‌শি সে‌হেতু আমরা বি‌ভিন্ন উপা‌য়ে খু‌ঁজে বের করার চেষ্টা কর‌ছি। কিভা‌বে প্রকৃত ঘটনা বের করা যায় সে চেষ্টায় আ‌ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply