আফগানদের সামনে ২৬৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো টাইগাররা

|

সেমিফাইনালে উঠার বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে টাইগাররা। সাউদাম্পটনের ধীর গতির স্পিন সহায়ক উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয় আফগান অধিনায়ক। ইনিংসও শুরু করে স্পিনার মুজিবুর রহমানকে দিয়ে।

বাংলাদেশও প্রতিপক্ষের স্পিনারদের কথা মাথায় রেখে পরিবর্তন আনে ওপেনিং জুটিতে। আজ বাহাতি তামিম ইকবালের সাথে ওপেন করতে নামেন ডানহাতি লিটন দাস। যদিও লিটন দাস ১৭ বলে ১৬ রান করে মুজিবের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। অপর ওপেনার তামিম ইকবালও তার নামের সুবিচার করতে পারেন নি। ধীর গতির উইকেটে রক্ষণশীল ভঙ্গিতে খেলে ৫৩ বলে ৩৬ রান করে মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফিরে যান।

টপ অর্ডারে সাকিব আর মিডল অর্ডারে মুশফিকের দুর্দান্ত হাফ সেঞ্চুরি এবং শেষের দিকে মোসাদ্দেকের ঝড়ো গতির ইনিংসে ২৬২ রান করে টাইগাররা। সাকিব ৫১ ও মুশফিক ৮৩ রান করেন।

ধীর গতির উইকেটে প্রাধান্য বিস্তার করে খেলেন স্পিনাররা। মুজিবুর রহমান ১০ ওভারে ৩৯ রান দিয়ে তিন উইকেট নেন। মোহাম্মদ নবী ১০ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করেন। এছাড়া দৌলত জাদরান ১ এবং গুলবাদিন নাইব ২ উইকেট লাভ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply