সরকারি কর্মকর্তাদের মাদক পরীক্ষা কার্যকর হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের সময় কর্মকর্তাদেরকে মাকদ পরীক্ষা দেয়ার বিষয়টি কার্যকর হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদেরকে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি অনুশাসন দিয়ে দিয়েছেন। এটা পর্যায়ক্রমে কার্যকর হবে। আমাদের সরকারি কর্মকর্তারাও যদি এই দোষে দোষী হন, মাদকাসক্ত বলে প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, চাকরিতে প্রবেশের সময় অবশ্যই মাদক পরীক্ষা দিয়ে আসতে হবে। রক্তে যদি মাদকের উপস্থিতি পাওয়া যায় তাহলে আমরা হয়তো তাকে গ্রহণ করবো না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমার থেকে ইয়াবা পাচারে রোহিঙ্গারা কাজ করছে। জীবনের ভয়কে উপেক্ষা করে মাদকের চালান আনছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply