ফিলিস্তিনিদের ‘শতাব্দীর সেরা সুযোগ’ মেনে নেয়ার আহ্বান ট্রাম্পজামাতার

|

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে, পাঁচ হাজার কোটি ডলারের পরিকল্পনার প্রথম অংশ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের জন্য একে ‘শতাব্দীর সেরা সুযোগ’ বলে দাবি ওয়াশিংটনের।

মঙ্গলবার (২৫ জুন) বাহরাইন সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরেন হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার।

এসময় তিনি বলেন, শান্তি চাইলে পূর্বশর্ত হিসেবে এ প্রস্তাবনা মেনে নিতে হবে ফিলিস্তিনকে। সেক্ষেত্রে অর্ধেকের বেশি অর্থবরাদ্দ পেতে পারে ফিলিস্তিন।

যদিও কয়েক দশকের ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে কোনো রাজনৈতিক সমাধানের কথা উল্লেখ নেই এতে।

মানামায় দু’দিনব্যাপী এ সম্মেলন আগেই বর্জন করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার আদায়ের লক্ষ্য ধূলিস্যাতে একে মার্কিন প্রশাসনের অপচেষ্টা ও পক্ষপাতিত্ব আখ্যা দিয়েছে ফিলিস্তিন।

সম্মেলনে বিভিন্ন আরব রাষ্ট্র অংশ নিলেও আমন্ত্রণ জানানো হয়নি ইসরায়েলকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply