স্মৃতিময় ’৯২ পাকিস্তানের প্রেরণা

|

ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জয়ের গৌরবগাথা এখনও পাকিস্তান ক্রিকেটের শেষ কথা হয়ে আছে। যে কোনো পরিস্থিতিতে প্রেরণা খুঁজতে স্মৃতির কার্নিশ থেকে ধুলো সরাতে হয় তাদের। বিশ্বকাপে আজ বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে যথারীতি অতীতচারী পাকিস্তান। উত্তরসূরিদের চাঙ্গা করতে এবার স্মৃতি রোমন্থনের দায়িত্ব নিলেন ইমরান খানের সেনাপতি ওয়াসিম আকরাম। আসরে দু’দলের পারফরম্যান্স পাশাপাশি রাখলে এজবাস্টনে আজ পরিষ্কার ফেভারিট নিউজিল্যান্ড। ১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালেও ছবিটা অভিন্ন ছিল। সেবার নিউজিল্যান্ডের স্বপ্নযাত্রায় ছেদ টেনে পাশার দান উল্টে দিয়েছিলেন আকরামরা।

এবারের ম্যাচটা লিগপর্বের হলেও প্রেক্ষাপটে দারুণ সাদৃশ্য দেখছেন পাকিস্তানের পেস কিংবদন্তি আকরাম, ‘১৯৯২ বিশ্বকাপেও আমাদের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সেবার আমরা জিতেছিলাম। এবারও তারা এখন পর্যন্ত অপরাজিত। আশা করি, এবারও আমরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারব। তবে সেজন্য অবশ্যই সেরাটা দিতে হবে ছেলেদের। উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনার দরকার নেই। পরিবর্তন আনতে হবে ফিল্ডিংয়ে। পাঁচ ম্যাচে ১৪টা ক্যাচ ফেলা মোটেও ভালো লক্ষণ নয়।’

কখনও শিরোপা জিততে না পারলেও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ধারাবাহিক দল নিউজিল্যান্ড। বিস্ময়করভাবে সেই কিউইদের বিপক্ষেই দারুণ ধারাবাহিক চিরকালের অধারাবাহিক পাকিস্তান। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের আট ম্যাচের ছয়টিই জিতেছে পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply