মার্কিন সীমান্ত শরণার্থীদের জন্য ৪.৫ বিলিয়ন ডলার অনুদান

|

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আটকে পড়া শরণার্থীদের জন্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভে এবার ৪.৫ বিলিয়ন অনুদান সহায়তা চাইলো ডেমোক্রেটরা।

তবে এই অনুদানটি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে পাশ হয়ে আসতে হবে বিধায় তা পাশ হওয়া নিয়ে শঙ্কা রয়েই যায়। একইসাথে নানা শর্ত জুড়ে দেয়া এই বিলটি পাশ হলেও প্রশ্ন থেকে যায় এই অর্থ বর্ডার এজেন্সি এই অর্থ কিভাবে কোন খাতে ব্যয় করবে।

যুক্তরাষ্ট্রের টেক্সান বর্ডারে আটকে পড়া শরণার্থীদের মানবেতর জীবনযাপনের ফলে ইতোমধ্যেই অসুস্থ্য মৃত্যুমুখে পতিত হয়েছে কয়েকশত নারী ও শিশু।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এর চেয়ারম্যান নিতা লোয়ে বলেন, এই অর্থ শুধুমাত্র শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানে ব্যয় করা হবে। কোনধরণের দেয়াল নির্মাণ বা শরণার্থীদের হয়রানী করার জন্য ব্যয় করতে দেয়া হবেনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply