কঙ্গোর দক্ষিণাঞ্চলে খনি ধসে ৪১ শ্রমিকের মৃত্যু

|

কঙ্গোর দক্ষিণাঞ্চলে খনি ধসের কারণে প্রাণ গেছে কমপক্ষে ৪১ শ্রমিকের। এখনও ধ্বংসস্তুপে আটকা পড়ে আছে অনেকে।

কর্তৃপক্ষ জানায়, দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।

হঠাৎ-ই প্রচণ্ড বিস্ফোরণে ভেঙ্গে পড়ে খনির প্রবেশমুখ। ভেতরে চাপা পড়েন অর্ধ-শতাধিক মানুষ।

সুইস ভিত্তিক বিখ্যাত খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘গ্লেনকোর’ দাবি, দুর্ঘটনার পরপরই পর্যাপ্ত উদ্ধারকাজ চালানো হয়। কিন্তু, নীচের বিষাক্ত গ্যাস, স্থান ও আলোর স্বল্পতার কারণে দমবন্ধ হয়ে মারা যান বেশিরভাগ শ্রমিক। বাকিদের জীবিত ফিরিয়ে আনতে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা।

প্রাথমিক তদন্তে জানানো হয়, যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে- এমন দুটি খাঁজের ওপর কাজ করছিলেন শ্রমিকরা। সেসবই বিধ্বস্ত হয়েছে।

তবে পূর্ণাঙ্গ কারণ জানতে চলছে পুলিশী তদন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply