ফের বিক্ষোভে উত্তাল আলজেরিয়া

|

আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলজেরিয়া। শুক্রবার গণতান্ত্রিক সরকারের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় লাখো নাগরিক।

সকাল থেকেই প্রশাসনিক ভবন এলাকায় জড়ো হতে থাকে হাজারো নারী-পুরুষ। প্রেসিডেন্ট আব্দেল কাদের বেন সালাহ ও তার সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেয় তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন থাকলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এদিন।

গত এপ্রিলে প্রবল গণবিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন, ২০ বছর ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী আব্দেলাজিজ বুতেফ্লিকা। তবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ছায়া বর্তমান সরকার, এমন দাবি আন্দোলনকারীদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply