পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নিহত বাংলাদেশি শ্রমিকের ক্ষতিপূরণের চেক হস্তান্তর

|

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত অবস্থায় নিহত বাংলাদেশি শ্রমিক সাবিন্দ্র দাসের পরিবারকে ক্ষতিপুরণ বাবদ ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকালে তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে নর্থ ইস্ট (নাম্বার-১) ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কর্পোরেশন লিমিটেড (এনইপিসি) কর্তৃপক্ষ তাদের অফিসে এ চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। চেকটি গ্রহণ করেন নিহত সাবিন্দ্র দাসের স্ত্রী শুক্লা দাস। এসময় সাবিন্দ্রের বাবা নগেন্দ্র দাস উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলার ইউএনও মোঃ মুনিবুর রহমান, বিসিপিসিএল এর নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল, এনইপিসি’র ভাইস ম্যানেজার মিঃ উ, ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার ক্ষতিপুরণের চেক হস্তান্তর করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply