চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় একজনের যাবজ্জীবন

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় দেলোয়ার হোসেন (৪৭) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ করাদণ্ডাদেশ প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্ত দেলোয়ার হেসেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চরবর্র্ণী গ্রামের ওমদে শেখের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২৯ জুন সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় পাসপোর্টধারী যাত্রী দেলোয়ার হোসেনকে আটক শুল্ক ও গোয়েন্দা বিভাগের একটি দল। এরপর তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করা হলে ব্যাগ থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সেদিনই শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দেলোয়ার হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন দামড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক কামরুল হাসান।

এরপর তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে দেলোয়ার হেসেনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৩১ আগষ্ট অভিযোগপত্র আদালতে প্রদান করে।

পরে এ মামলার বাদী ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার (৩০ জুন) তাকে দোষী সাব্যস্ত করে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি (১)(এ) ধারায় তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply