টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত উইন্ডিজদের

|

বিশ্বকাপের চলতি আসরের ৩৯তম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

আর কিছুক্ষণ পরই শ্রীলঙ্কার মুখোমুখি হবে উইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে উইন্ডিজের। এ ম্যাচ কেবল তাদের কাছে আনুষ্ঠানিকতা সারা মাত্র। আজকের ম্যাচে রিভারসাইড গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

রোববার (৩০ জুন) ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচের আগ পযর্ন্ত সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল লঙ্কানরা। কিন্তু ইংলিশরা জিতে যাওয়ায় সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না তাদের। 

এরই মধ্যে ৮ ম্যাচে ১০ পয়েন্ট আদায় করে তালিকার চারে ওঠে এসেছে ইংল্যান্ড। বাকি দুই ম্যাচে জিতলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ১০। কিন্তু তাতেও তারা শেষ চারে উঠতে পারবে না। কারণ সমান পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকবে স্বাগতিকরা। 

অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দশ দলের তালিকায় ৯ম স্থানে আছে ক্যারিবিয়ানরা। 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply