কাশ্মিরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩৫

|

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০১ জুলাই) সকালের এই দুর্ঘটনায় আহত হয় ২২ জন।

কর্তৃপক্ষ জানায়, কিসওয়ান থেকে কিশতার জেলায় যাচ্ছিলো বাসটি। এসময় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে জানায় পুলিশ। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় শোক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ।

পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি বছর পড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় দেড় লাখের বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply