বাংলাদেশের যে বিষয়টি ভাবাচ্ছে ভারতকে

|

বিশ্বকাপে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩০০ রান তাড়া করে জয়টি টাইগারদেরই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করে জয় পেয়েছেন তারা। ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রানের টার্গেটে জয়ের পাশাপাশি স্টার্ক-কামিন্সদের অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্কোর বোর্ডে ৩৩৩ রান তুলেছেন লাল-সবুজ জার্সিধারীরা।

ভারতকে দারুণ ভাবাচ্ছে বিষয়টি। শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিক্যাল জানিয়েছে, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাসদের নিয়ে ভাবছে ভারতীয় দল। বাংলাদেশের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন আনতে পারে তারা। বাদ পড়তে পারেন কেদার যাদব ও যুগবেন্দ্র চাহাল। তাদের জায়গায় ঢুকতে পারেন রবিন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমার।

বাংলাদেশের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কথা চিন্তা করেই এ সিদ্ধান্তের পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এর প্রবল সম্ভাবনাও আছে। কারণ সাকিব-তামিম-মুশিদের বিপক্ষে বেশি স্পিনারদের খেলানোটা ঝুঁকিপূর্ণই মনে করছেন তারা।

আজকের ম্যাচে টস অনেক গুরুত্বপূর্ণ মনে করছে ভারত। এতে জিতে প্রথমে ব্যাটিং নিতে চায় তারা। উদ্দেশ্য পরিষ্কার- বাংলাদেশের বোলিং ‘দুর্বলতা’ কাজে লাগিয়ে রানের পাহাড় গড়তে চান কোহলিরা। বিশাল সংগ্রহ গড়ে টার্গেটটিকে টাইগারদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চান ওরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply