গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ তৈরি করবে: আতিউর

|

ব্যাংকিং খাতের এখন যে অবস্থা বিরাজ করছে তাতে এই উৎস থেকে সরকারের বেশি ঋণ নেবার সুযোগ নেই। আজ বুধবার সকালে ‘উন্নয়ন সমন্বয়’ আয়োজিত ‘বাজেট ও অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন’ বিষয়ক আলোচনায় এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ তৈরি করবে।

আতিউর বলেন, প্রবৃদ্ধি অর্জনে এগিয়েছে বাংলাদেশ। তবে তা টেকসই করা দরকার। মূল্যস্ফীতির ধারাবাহিক নিম্নমুখী প্রবণতায় স্বস্তি মিলছে। কিন্ত অগ্রসরমান অর্থনীতির জন্য নিশ্চিত করতে হবে সামাজিক শান্তি। দরিদ্র্য মানুষদের বাদ দিয়ে সামনে এগুনো যাবে না।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ বলেন, ভ্যাটের এক ধাপ থেকে অন্য ধাপে যেতে ঝুঁকি তৈরি হবে। তা মোকাবেলা করা কঠিন। নানা খাতে শুল্কায়নের কারণে দেশিয় অনেক পণ্যের দাম বাড়বে। অনলাইনে শুল্কধার্যের কারণে এই শিল্পের প্রসার বাধাগ্রস্ত হবে।

বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান অর্থনীতিবিদরা। তারা বলেন, কৃষিতে উন্নয়ন হলেও প্রান্তিক পর্যায়ে তার সুফল মিলছে কি না তার নজরদারি দরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply