কেড়ে নেয়া হলো সু চির ‘ফ্রিডম অফ অক্সফোর্ড’ খেতাব

|

ব্রিটেনের অক্সফোর্ড কাউন্সিল মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া ফ্রিডম অফ অক্সফোর্ড খেতাব প্রত্যাহার করে নিয়েছে। অক্টোবরেই তার এ সম্মাননা প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল।

কর্তৃপক্ষের মতে, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে সু চি আর ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাবের যোগ্য নন। গণতন্ত্র প্রতিষ্ঠায় সু চির সংগ্রাম বিশ্বজুড়ে প্রশংসিত হলেও রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় নীরব থাকতে দেখা গেছে তাকে। জাতিসংঘ ও বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো সেনা নির্যাতন বন্ধে চাপ দিলেও সু চি প্রশাসনের কার্যকরী উদ্যোগ তেমন একটা চোখে না পড়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অক্সফোর্ড সিটি কাউন্সিল। এদিকে সেন্ট হাগ’স কলেজ যেখানে সু চি পড়াশোনা করেছিলেন সেখান থেকেও সরিয়ে ফেলা হয়েছে তার ছবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply