‘বাংলাদেশ-ভারত সীমান্তে রোহিঙ্গারা অবস্থানের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে’

|

বাংলাদেশ-ভারত সীমান্তে রোহিঙ্গাদের অবস্থানের ফলে ওই এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি।

সকালে ইস্কাটনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সহযোগিতা শীর্ষক এক সেমিনারে যোগ দেন গওহর রিজভি।

গওহর রিজভি বলেন, রোহিঙ্গা আশ্রিত এলাকায় এরইমধ্যে অস্ত্র প্রবেশের বিষয়টি লক্ষ্য করা গেছে। উগ্রবাদীরা এই ঝুঁকির সুযোগ গ্রহণ করতে পারে বলে আশঙ্কা গওহর রিজভীর।

তিনি বলেন, বাংলাদেশ উগ্রবাদ দমনে দারুণ সাফল্য অর্জন করেছে। এই ঝুঁকি মোকাবেলায় দুই দেশকে একসাথে কাজ করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply