মেয়র হানিফ স্বাধীন বাংলাদেশের স্থপতি!

|

‘মেয়র মোহাম্মদ হানিফ স্বাধীন বাংলাদেশের স্থপতি’ এমন প্রচারণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মিন্টোরোড, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে স্থাপন করা এলইডি বিলবোর্ডে এমন প্রচারণা দেখা গেছে মঙ্গলবার সকালের দিকে। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর এলইডি বিলবোর্ডগুলো বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিলবোর্ডগুলো আর চালু করা হয়নি। মেয়র মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। ১৯৯৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনের পিতা তিনি। আজ মোহাম্মদ হানিফের মৃত্যুবাষির্কী। এ নিয়ে নানা অনুষ্ঠান পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেই অনুষ্ঠান পালনের অংশ হিসেবেই বিলবোর্ডগুলো তৈরি করা হয়। যাতে বড় ধরনের ভুল বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা।

যমুনা অনলাইন: এনএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply